ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে চয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে চয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ছবি: সংগৃহীত।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট। তিনি মনে করেন, তার বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।সোমবার (১৩ অক্টোবর) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, এদিন এফএও’র বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) ২০২৫ সালের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. ইউনূস ও লুলা দা সিলভা।

পরে ফাও-এর সদর দফতরে সামাজিক ব্যবসা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশলসহ পারস্পরিক স্বার্থের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট লুলাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করেন, ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

আরও পড়ুন

লুলা দা সিলভা বলেন, ‘আমি বাংলাদেশে যাব’। ব্রাজিল তার নাগরিকদের সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে অভিজ্ঞতা নিতে আগ্রহী বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা ‘তার এই আগ্রহকে’ স্বাগত জানিয়ে বলেন, বিষয়টি চমৎকার হবে। বৈঠকে দুই নেতা গভীর সমুদ্রে মাছ ধরা, আসন্ন কপ-৩০ সম্মেলনে জলবায়ু পরিবর্তনে পদক্ষেপ গ্রহণ, দুই দেশের প্রতি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

এছাড়া ড, মুহাম্মাদ ইউনূস বিভিন্ন সময়ে তা ব্রাজিল সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন।

প্রেসিডেন্ট লুলা প্রধান উপদেষ্টাকে কপ-৩০ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট লুলাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে ব্যস্ত থাকায় কপে অংশ নিতে পারবেন না বলেও তাকে অবগত করেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দহুদায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র : মির্জা ফখরুল

দেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের

বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় ২ ছাত্রদল নেতা নিহত

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবেগঘন বার্তা শাবনূরের

আন্দোলনরত শিক্ষকদের পাশে পানি নিয়ে ছাত্রদল নেতা