ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে বেরোবি’র ৮ শিক্ষার্থী বহিষ্কার

রংপুর প্রতিনিধি : ফুটবল খেলাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে মার্কেটিং বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাফায়েত হোসেন শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ এবং ২১-২২ সেশনের আশরাফুল ইসলামসহ মোট ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি বলেন, আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত রাখতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কার মানে বহিষ্কার-এখানে কোনো সেমিস্টারের প্রশ্নই আসে না।
সোমবার রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষ ভাঙচুর করে। এসময় লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। ঘটনায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামাণিকসহ সংশ্লিষ্ট শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপাচার্য নিজেও ঘটনাস্থলে ছুটে যান। পরে রাতেই শৃঙ্খলা কমিটির বৈঠক বসে এবং সিদ্ধান্ত হয়-ঘটনায় সরাসরি জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুনবিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এই সংঘর্ষে দীর্ঘ দিনের বিভাগীয় প্রতিদ্বন্দ্বিতার জেরও ভূমিকা রেখেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য করুন