নিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৫, ০৫:০৭ বিকাল
না ফেরার দেশে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ।
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ। তার বয়স হয়েছিল ৯৫ বছর। পাকিস্তান ক্রিকেটের বিখ্যাত ‘মোহাম্মদ ব্রাদার্স’-এর আরও এক সদস্যকে হারাল ক্রিকেট ভক্তরা।
পাকিস্তান ক্রিকেটের শুরুর দিকে খেলেছেন ওয়াজির। দেশের হয়ে ২০টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে দুটি সেঞ্চুরিতে ৮০১ রান করেছেন। লোয়ার অর্ডার ব্যাটার হিসাবে খেলে তার গড় ২৭.৬২। ক্রিকেটবিশ্বে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে তার অবদান ছিল অনেক।
ওয়াজিরের অনেক স্মরণীয় ইনিংসের মধ্যে সম্ভবত সবচেয়ে ভালো ইনিংসটি খেলেছেন ১৯৫৪ সালের ওভাল টেস্টে। বিশ্বের প্রথম দল হিসেবে প্রথমবার ইংল্যান্ড সফরে যেয়ে টেস্ট জিতেছিল পাকিস্তান। সেই সিরিজ ১-১ এ ড্র হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ওয়াজির লড়াই না করলে পাকিস্তান জয় পেত না। মাত্র ৮৫ রানে এগিয়ে ছিল পাকিস্তান। হাতে ছিল দুই উইকেট। আট নম্বরে নেমে ৫৮ রানের জুটি গড়েন জুলফিকার আহমেদের সঙ্গে। শেষ উইকেটে ২৪ রান যোগ করেন মাহমুদ হুসেনের সঙ্গে। চার ঘণ্টা লড়াই করে ৪২ রানে অপরাজিত থাকেন ওয়াজির। শেষ পর্যন্ত পাকিস্তান সেই ম্যাচ জেতে ২৪ রানে।
দুই বছর পর করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান দলের রান যখন ৫ উইকেট ৭০, তখন অধিনায়ক আব্দুল হাফিজ কারদারের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ওয়াজির। পাকিস্তান সেই ম্যাচে জেতে ৯ উইকেটে। ওয়াজির করেছিলেন ৬৭ রান।
১৯৫৭-৫৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো খেলেছিলেন। সেই সিরিজ বিখ্যাত গ্যারি সোবার্সের ৩৬৫ রানের ইনিংসের কারণে। হানিফও ৩৩৭ রান করেছিলেন একটি ম্যাচে, যেখানে তার ভাই ওয়াজিরের সঙ্গে শতরানের জুটি ছিল। সেই সিরিজে দুইটি সেঞ্চুরিতে ৪৪০ রান করেছিলেন ওয়াজির। তার মধ্যে একটি ১৯৬৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে দ্রুততম শতরান ছিল।
মন্তব্য করুন