ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২১ মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলেছেন অফিস সহায়ক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২১ মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলেছেন অফিস সহায়ক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে অবস্থিত নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক সফিউল আলম (সফি) দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না এসেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করার অভিযোগ উঠেছে। আর সব কিছু জেনেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বিদ্যালয়ের বিভিন্ন নথিপত্র এবং কর্মচারী হাজিরা খাতা দেখে জানা যায়, ২০১৩ সালের ২২ মে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে যোগদান করেন সফিউল আলম। যোগদানের পর থেকে বেশ কয়েক বছর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ২০২২ সাল থেকে তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন না। হাজিরা খাতা অনুযায়ী, সফিউল আলম ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত টানা ১৮ মাস বিদ্যালয়ে একদিনও উপস্থিত ছিলেন না।

এছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দুইদিন এবং অক্টোবর ও নভেম্বর টানা দুই মাস একদিনও উপস্থিত ছিলেন না এবং হাজিরা খাতায় স্বাক্ষর করেননি। তিনি প্রতি মাসের শুরুতে বিদ্যালয়ে একদিন বা দুইদিনের জন্য এসে হাজিরা খাতায় একসাথে পূর্বের পুরো মাসের স্বাক্ষর করেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে এসে একদিন এসে ১৬ তারিখ পর্যন্ত স্বাক্ষর করেন।

এরপর ১৭, ১৮ এবং ২০ তারিখ বিদ্যালয় খোলা থাকলেও কোন ধরনের মৌখিক অথবা লিখিতভাবে ছুটি না নিয়েই  অনুপস্থিত ছিলেন। এরপর ২২ সেপ্টেম্বর বিদ্যালয়ে আসলেও তাড়াহুড়ো করে একদিনে ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত স্বাক্ষর করতে গিয়ে বিদ্যালয়ের মালি নুরুজ্জামানের স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করে চলে যান। পরে মালি নুরুজ্জামান বিষয়টি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং প্রধান শিক্ষককে অবগত করলে বিষয়টি সামনে আসে।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে অফিস সহায়ক শফিউল আলম প্রথমে কোনো মন্তব্য করতে চাননি। পরে তিনি প্রতিবেদককে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, আমি আপনাদের ছোট ভাই। এবারের মতো মাফ করে দেন, সামনে থেকে এমন হবে না।

এই বিষয়ে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি. এম. রুহুল আমিন বলেন, আমি দায়িত্ব পেয়েছি দুই মাস আগে। তিনি সপ্তাহে এক-দু’দিন করে আসতেন। এর মাঝে ছুটিতে স্কুল বন্ধ ছিল এবং বিভিন্ন কারণে বিষয়টি আমাদের নজরে আসেনি। এখন যেহেতু পুরো বিষয়টি জানলাম, আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাকে কৈফিয়ত তলব করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২১ মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলেছেন অফিস সহায়ক

রেললাইনে পাশে কুকুরের ডাক শুনে কাছে গিয়ে মিলল নবজাতকের মরদেহ

বিচ্ছেদের পরেও প্রাক্তনকে ভুলতে পারছেন না, জানুন উপায়

হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ডেঙ্গু : পাঁচজন মারা গেছেন, হাসপাতালে ভর্তি ৮৪১