বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে বালু-পাথর অপসারণে অভিযান

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাবান্ধা-তেতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের দু’পাশে বালু-পাথর অপসারণে জেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) অভিযান পরিচালনা করেছে। গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালা করেন, সহকারী কমিশনার (ভূূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসিফ আলী।
সড়কের দু’পাশে সড়কের উপর বালু-পাথরের স্তুপ করে ব্যবসা করার অপরাধে ৯ জন ব্যবসায়ীকে সর্বনিম্ন ৫শ’ টাকা করে জরিমানা করেন। এসময় সড়ক ও জনপথ অধিদপ্তর, পঞ্চগড়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী, তেতুলিয়া হাইওয়ে থানা পুলিশ সাথে ছিলেন। পঞ্চগড় সদরের জগদল বাজার থেকে বাংলাবান্ধা পর্যন্ত দীর্ঘ ৬০ কিলোমিটার মহাসড়কে এই অভিযান পরিচালনাকালে ভেকু মেশিন দিয়ে বালু ও পাথরের স্তুপ সরিয়ে ফেলা হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী উপস্থিত ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ২০১৮ সালের ৩৭ ধারা সড়ক আইন অনুযায়ী ৮২ ধারায় এ অপরাধের জন্য সর্বনিম্ন ৫শ’ টাকা থেকে ৫০ হাজার টাকা জরিমানা ও সশ্রম কারাদণ্ডের বিধান আছে। আমরা আজকে আপনাদের শাস্তি দিতে চাই না শুদ্ধি ও সংশোধন হওয়ার সুযোগ দিতে চাই। এজন্য সর্বনিম্ন জরিমানা করা হলো। আগামী দিনে একই অপরাধ করলে সর্বোচ্চ জরিমানা ও জেল প্রদান করা হবে।
আরও পড়ুনপঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তর, উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় জনসাধারণের ভোগান্তি লাঘবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন