ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

যশোরে চার দিন ধরে নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে চার দিন ধরে নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় চার দিন ধরে নিখোঁজ মো. আব্দুল্লাহ (২৬) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামের একটি পরিত্যক্ত ঘরে থাকা বাক্সের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আব্দুল্লাহ উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। গত ১০ অক্টোবর থেকে তিনি ভ্যানসহ নিখোঁজ ছিলেন।

আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। একই সঙ্গে ডিবি পুলিশের সহযোগিতা চান।

আরও পড়ুন

তিনি বলেন, আজ ভোরে জানতে পারি আমার ছেলের মরদেহ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করি। ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইউনুস।

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অলোক কুমার দে বলেন, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে আব্দুল্লাহকে। যে বাড়িতে লাশ রাখা হয়েছিল, সেখানে কেউ ছিল না। কেন হত্যা করা হয়েছে এবং কারা জড়িত, তা শার্শা থানা পুলিশকে সাথে নিয়ে আমরা তদন্ত করছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, মঙ্গলবার ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে কাজীরবেড় গ্রামের সুমন সরদারের পরিত্যক্ত বাড়ির ভেতরে সাব-বাক্সের মধ্য থেকে ভ্যানচালক আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে অপহরণ করে অবৈধ নিয়োগপত্রে সই নেয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত