নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ০৯:৫৩ রাত
বিসিবির পরে এবার অলিম্পিক কমিটির নির্বাচনের প্রস্তুতি

বিসিবির পরে এবার অলিম্পিক কমিটির নির্বাচনের প্রস্তুতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর এবার দেশের আরেক শীর্ষ ক্রীড়া সংগঠন অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষণ ধার্য হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলায় গলফ ক্লাবে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ২৯ নভেম্বর বিওএ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান সভার সভাপতিত্ব করেন। উক্ত সভায় মোট ৮৫ জন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যগণ ছিলেন।
বিশেষ সাধারণ সভায় সাধারণত একটি আলোচ্যসূচি থাকে। সেই আলোকে আজ অলিম্পিক এসোসিয়েশন নির্বাচনের সময় এবং গঠনতন্ত্র অনুমোদন সংক্রান্ত দু'টি বিষয়ে দু'টি আলাদা ইজিএম অনুষ্ঠিত হয়। প্রথম বিশেষ সাধারণ সভায় প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন হয়। সাধারণ সভায় অনুমোদনের পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে প্রেরণ করবে বিওএ।
বিওএ কার্যনির্বাহী কমিটিতে একই পদে দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না। বিওএ নির্বাহী কমিটিতে নির্বাচনে আগ্রহী প্রার্থীকে ৭৫ বছরের মধ্যে থাকতে হবে। বিওএ'তে বর্তমানে সহ-সভাপতি পদ ৫টি। নতুন গঠনতন্ত্রে সেটা কমে তিনে দাড়াচ্ছে। সেখানে দু'টি অলিম্পিকভুক্ত ফেডারেশন থেকে অন্যটি নন অলিম্পিক থেকে।
বিওএ বর্তমান গঠনতন্ত্রটি ২০০০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক অনুমোদিত। অলিম্পিক চার্টার এবং বিভিন্ন সময় আইওসি প্রেরিত নির্দেশনা অনুযায়ী বিওএ’র গঠনতন্ত্রটি সংশোধন অপরিহার্য ছিল। এরই প্রেক্ষিতে গঠনতন্ত্রটি সংশোধন ও যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। ঐ কমিটি এই খসড়া গঠনতন্ত্রটি প্রস্তুত করে। পরবর্তীতে নির্বাহী কমিটি এটি পর্যালোচনা করে সাধারণ সভায় উপস্থাপন করে।
মন্তব্য করুন