ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

জয়পুরহাটের পাঁচবিবিতে আলুর দামে হতাশ কৃষক পুঁজি হারিয়ে দিশেহারা

জয়পুরহাটের পাঁচবিবিতে আলুর দামে হতাশ কৃষক পুঁজি হারিয়ে দিশেহারা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ভরা মৌসুমেও বাজারে আলুর দাম কম হওয়ায় বড় ধরনের লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রান্তিক আলু চাষিরা। নিজেদের প্রধান অর্থকরি ফসল আলুতে কপাল পুড়ছে তাদের।

চাষিদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সরকারের বেঁধে দেওয়া ২২ টাকা দরে আলু কেনার মধ্যদিয়ে দেশের বাজারে আলুর দাম স্থিতিশীল করতে হবে। তাছাড়া এবারে আলুতে বড় ধরনের লোকসান পোহাতে হবে এ উপজেলার প্রান্তিক চাষিদের। পুঁজি হারিয়ে দিশেহারা হয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। কৃষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে ২২ টাকা দরে আলু কেনার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে আলুর চাষাবাদ করেন আলু চাষিরা। কৃষক ও বীজ আলুর ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতেই বীজআলুর বাজার ছিল সিন্ডিকেটের দখলে। এ কারণে সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজআলু সংগ্রহ করতে হয়েছে কৃষকদের।

এর সঙ্গে সার, শ্রমিক ও কীটনাশকসহ সব মিলিয়ে প্রতিবিঘা আলু চাষে কৃষকের ব্যয় হয়েছে ৪০-৫০ হাজার টাকা। তবে মৌসুমের শুরুতে আলুর দাম কিছুটা বাড়লেও বর্তমানে বাজারে ধস নেমেছে। এতে বড় ধরনের লোকসান পোহাতে হবে।

আরও পড়ুন

পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের কৃষক আব্দুল মুমিন জানান, এবছর চড়া দামে আলুর বীজ কিনে প্রায় ৪০ বিঘা জমিতে আলুর প্রজেক্ট করেছিলেন। গত বছরের মতো এবছরও তিনি লাভের আশায় সেই আলু স্থানীয় একটি হিমাগারে রেখেছেন। বর্তমানে, আলুর যে দাম তাতে করে প্রতি বস্তা আলুতে হিমাগারের ভাড়াসহ অন্যান্য ব্যয় বাদ দিয়ে তিনি হাতে পাচ্ছেন ১০০ থেকে ১৪০ টাকা।

মৌসুমী আলু ব্যবসায়ী আব্দুস সালাম জানান, তিনি এবছর কৃষকের কাছ থেকে আলু কিনে প্রায় ৫ হাজার বস্তা আলু হিমাগারে রেখেছেন। তার প্রতি বস্তা আলু হিমাগারে রাখা পর্যন্ত খরচ হয়েছিল ১৩শ’ থেকে ১৪শ’ টাকা পর্যন্ত। বর্তমানে হিমাগারে প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। এতে প্রতি বস্তা আলুতে আমার লোকসান হয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা।

সেই হিসেবে আমার ৫ হাজার বস্তা আলুতে প্রায় ৩৮ থেকে ৪০ লাখ টাকা লোকসান হয়েছে। বর্তমানে আমি পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি। পাঁচবিবি উপজেলার আফিয়া কোল্ড স্টোরের ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে হিমাগারেই ২২ টাকা দরে আলু বিক্রির কথা থাকলে সেই দামে আলু বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীরা ২২ টাকায় আলু কিনে কোথায় বিক্রি করবেন। এছাড়া সরকারের পক্ষ থেকেও আলুর কেনার বিষয়ে এখন পর্যন্ত হিমাগারগুলোতে কোনো চিঠিও দেওয়া হয়নি বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ

মিথ্যা ধ্বংস ডেকে আনে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ২ কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে : করতোয়াকে আসাদুল হাবিব দুলু

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত