ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

নওগাঁর পোরশায় প্রায় রাতেই হচ্ছে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নওগাঁর পোরশায় প্রায় রাতেই হচ্ছে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী, ছবি: দৈনিক করতোয়া ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় রাতেই হচ্ছে ডাকাতি। ডাকাতি বন্ধে প্রশাসনের নেই কোন ভূমিকা। প্রতিনিয়ত চারিদিকে ডাকাতি হওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

জানা যায়, ডাকাতরা সড়কে গাছ ফেলে যানবাহনের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নিকট থেকে সর্বস্ব লুট করে নিচ্ছে। বাজার ও মোড়ের দোকানপাটের তালা ভেঙে দোকানে থাকা মালামাল লুট করে নিচ্ছে। রাতের বেলা ব্যবসায়ীরা বাড়ি ফেরার পথে পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে নিচ্ছে। এমন ঘটনা এখন পোরশা উপজেলার চারিদিকে। ডাকাত আতঙ্কে রাত কাটছে ব্যবসায়ী, পথচারী ও সাধারন মানুষদের।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড় হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত সাত কিলোমিটারের মধ্যে তিনটি স্থানে ডাকাতরা গাছ ফেলে পথরোধ করে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে। একই রাতে এই সাত কিলোমিটারের মধ্যে বেজোড়া মোড়ের তিন নাইট গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৮টি দোকানের সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এর আগে গত রোববার দিবাগত সন্ধা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘন্টা ডাকাতির ঘটনাটি ঘটেছে সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড়ে। সেখানে একটি গাছ ফেলে উভয় দিক থেকে আসা বিভিন্ন যানবাহনের পথ রোধ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কাছে থাকা সমস্ত মালামাল নিয়ে নেয় ডাকাতদল। অনেকে তাদের মালামাল দিতে না চাইলে মেরে গুরুতর আহত করে প্রায় ২০ জনকে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটে আসছে। আর ডাকাতি হয় সন্ধ্যা থেকে রাতভর। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। বিশেষ করে থানা পুলিশের ভূমিকা দেখে হতাশ এলাকাবাসী। মোশানতলা মোড়ে ডাকাতি হয়, আর ঐ সময়ে পুলিশ বসে থাকে মোশানতলা থেকে দুই কিলোমিটার দূরে সারাইগাছী বাজারে। ডাকাতি শেষে হলে পুলিশ এসে হাজির হয়। এরকম ঘটনা প্রায় দেখা যায় বলে জানান এলাকাবাসী। গত সপ্তাহে উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া বাজারের মুদিখানা ব্যবসায়ী আলমঙ্গীর হোসেন রাত ৮টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এসময় তার পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে তার কাছে থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল।  

আরও পড়ুন

বেজোড়া মোড়ের ইলেকট্রিক ব্যবসায়ী হুমায়ন কবির ও রাজিবুল হাসান এবং মুদিখানা ব্যবসায়ী  জাকারিয়া জানান, তাদের এই মোড়ে মাঝে মধ্যেই ডাকাতি হয়। বুধবারের ডাকাতির ঘটনায় ১৮টি দোকানের অর্ধ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছেন বলে তারা জানান। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সকালে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ও নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় প্রায় রাতেই হচ্ছে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

জুলাই সনদ সইয়ের আগে তিন দাবি এনসিপি’র

ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে : ট্রাম্প

নওগাঁর পোরশায় পুরুষ পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ৪ নারী

জুবিনের মৃত্যু : উত্তপ্ত আসামে অভিযুক্তদের বহনকারী পুলিশ ভ্যানে আগুন

রাজশাহী বোর্ড : কমেছে পাশের হার-জিপিএ-৫ ও শতভাগ পাস করা প্রতিষ্ঠান