ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে ধস

দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে ধস,ছবি: সংগৃহীত।

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। পাশের হার মাত্র ৫৭ দশমিক ৪৯ শতাংশ। গত বছর হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। অন্যান্য বছরের হার ছিল এর চেয়েও ভালো। দিনাজপুর জেলার শীর্ষে পাশের হার হলি ল্যান্ড কলেজ ৯৯ দশমিক ৫ শতাংশ করে রেকর্ড সৃষ্টি করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। 

দিনাজপুর শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ডের অধিন রংপুর বিভাগের ৮ জেলার ৬৬৬টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৫ হাজার ৮৯১ জন। এর মধ্যে পাশ করেছে ৬০ হাজার ৮৮২ জন। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। ফলাফলে ছাত্রীরা এবারও এগিয়ে। ছাত্রীদের পাশের হার ৬১ দশমিক ৯২ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ। জিপিএ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা পেয়েছে ৩ হাজার ৪৮৬ জন, অন্যদিকে ছাত্ররা পেয়েছে ২ হাজার ৭৭৪ জন।এদিকে পরীক্ষায় অংশগ্রহণ করা ৬৬৬টি কলেজের মধ্যে কোন পরীক্ষার্থী পাশ করেনি এমন কলেজের সংখ্যা ৪৩টি। অপরদিকে শতভাগ পাশ করেছে তালিকায় রয়েছে মাত্র ১১টি কলেজের নাম। 

দিনাজপুরে ভালো ফলাফল অর্জন করায় উল্লাসে মেতে উঠে দিনাজপুর হলি ল্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইকবাল কবির মোগল বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যার মাধ্যমে কোচিংবিহীন ক্লাসে পাঠদানের ব্যবস্থা করতে হবে। এই কলেজের শিক্ষার্থীদের কোচিং করা নিষিদ্ধ রয়েছে। ফলাফলে ধস নামায় কোচিংকে দায়ী করেন তিনি বলেন, এবার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে। এটায় ছিল শিক্ষার্থীদের দাবি।

 এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায়দিনাজপুর শিক্ষাবোর্ড মিলনায়তনে সাংবাদিকদের উপস্থিতিতে এইচএসসির ফলাফল ঘোষণা করে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বলেন, এবার শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা ৪৩টি ও শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ১১টি। তিনি জানান, এবারে ইংরেজিতে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ ব্যাপারে শতভাগ অকৃতকার্য হওয়া কলেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আরও পড়ুন

এসময় দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, শিক্ষাবোর্ডের কর্মচারীদের মধ্যে মুজাহিদুল ইসলামসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে ধস

রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল : সকলেই জিপিএ ৫

ফ্রান্সকে বিদায় করে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো

ইংরেজিতে বিপর্যয়ে এইচএসসিতে ফলফল ধস

আট জেলায় পাসের হার ও মেধায় এগিয়ে রাজশাহী, বগুড়া দ্বিতীয় 

শহিদ মিনারে সমবেত শিক্ষকরা, লক্ষ্য ‘মার্চ টু যমুনা’