রাজশাহী বোর্ডের ৩৫টি কলেজের কেউ পাস করেননি

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গত সাত বছরের তুলনায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। সাত বছরের রেকর্ড ভেঙে এবার শতভাগ ফেল করা কলেজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫-এ।
রাজশাহী শিক্ষাবোর্ডের তথ্য মতে, ২০১৯ সালে পাস করেনি এমন প্রতিষ্ঠান ছিল মাত্র সাতটি। ২০২০ ও ২০২১ সালে এসব কলেজের সংখ্যা নেমে আসে শূন্যে। কারণ ওই দুই বছর করোনার জন্য অটোপাস দেওয়া হয়। ২০২২ সালে এই কলেজের সংখ্যা দাঁড়ায় ৯টিতে। ২০২৩ সালে শতভাগে ফেল কলেজের সংখ্যা কমে দাঁড়ায় চারটিতে। ২০২৪ সালে এই কলেজের সংখ্যা তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ১২টিতে, ২০২৫ সালে এই সংখ্যা গতবারের চেয়ে আরও তিনগুণ বেড়ে হয়েছে ৩৫। শূন্য পাস করা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি নাটোর জেলায়। ওই জেলার ১১টি প্রতিষ্ঠানের কেউ পাস করেননি। এছাড়া রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার পাঁচটি করে প্রতিষ্ঠানের, পাবনা ও জয়পুরহাটের তিনটি করে, বগুড়ার ২টি এবং চাঁপাইনবাবগঞ্জের একটি প্রতিষ্ঠানের কেউ-ই পাস করেননি।
শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো হলো-বগুড়ার কাহালু উপজেলার আলামেরা তাকিয়া হাই স্কুল এন্ড কলেজ এবং ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ। রাজশাহীর পবা উপজেলার বয়া স্কুল এন্ড কলেজ, মোহনপুর উপজেলার মৌগাছী কলেজ, দুর্গাপুর উপজেলার দবিপুর কলেজ, বাগমারা উপজেলার কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল এন্ড কলেজ এবং তানোর উপজেলার মঞ্জুমালা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার খুকনি মাল্টিলেটারাল হাইস্কুল এন্ড কলেজ, শাহাজাদপুর ড. মোজাহারুল ইসলাম মডেল কলেজ, সিরাজগঞ্জ সদরের ছোনগাছা মহিলা কলেজ, তাড়াশ উপজেলার মধুনগর আদিবাসী আদর্শ কলেজ এবং ওই উপজেলার রাণীরহাট আদর্শ কলেজ। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শংগশোল আদিবাসী স্কুল ও কলেজ, মান্দা এস সি মডেল পাইলট হাইস্কুল ও কলেজ, বদলগাছীর বালুভরা আর বি হাইস্কুল ও কলেজ, আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মান্দা উপজেলার ভার্সো হাইস্কুল এন্ড কলেজ। নাটোরের গুরুদাসপুর উপজেলার ব্রিকশো কলেজ, নাটোর সদরের আবুল খায়ের কলেজ, ইয়াজিনপুর কলেজ, পীরগঞ্জ আদর্শ কলেজ, মো. রুহুল কুদ্দুস তালুকদার কলেজ, লালপুর উপজেলার পাইকপাড়া কলেজ, মাঝগ্রাম হাইস্কুল এন্ড কলেজ, রাঁধাকান্তাপুর হাইস্কুল এন্ড কলেজ, বাগতিপাড়া উপজেলার তমালতলা মহিলা কলেজ, চাঁদপুর টেকনিক্যাল এন্ড বি এম কলেজ, নলডাঙ্গা উপজেলার সরকুটিয়া স্কুল ও কলেজ।
আরও পড়ুনপাবনার আটঘরিয়ার বেরুয়ান মহিলা কলেজ, সাঁথিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজ এবং চাটমোহর উপজেলার চলনবিল আদর্শ কলেজ। জয়পুরহাট সদরের মুক্তিযোদ্ধা কলেজ, আল হেরা একাডেমি স্কুল এন্ড কলেজ, পাঁচবিবি উপজেলার রতনপুর কলেজ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট কলেজ।
মন্তব্য করুন