ভিডিও শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

আরও দুই মরদেহ হস্তান্তর করল হামাস

আরও দুই মরদেহ হস্তান্তর করল হামাস, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস (আইসিআরসি) গাজা উপত্যকা থেকে হামাসের কাছ থেকে পাওয়া আরও দুই বন্দির মরদেহ ইসরায়েলে হস্তান্তর করেছে। তবে ইসরায়েলের অভিযোগ, হামাস এখনো শান্তিচুক্তির শর্ত পূরণ করছে না, কারণ গাজায় এখনো আরও কয়েকটি মরদেহ রয়ে গেছে। 

ইসরায়েল জানিয়েছে, সোমবার তারা চারটি মরদেহ পেয়েছে, মঙ্গলবার তিনটি মরদেহ, আর সর্বশেষ বুধবার (১৫ অক্টোবর) রাতে আরও দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই দুই মরদেহের পরিচয় এখনো নিশ্চিত নয়, তাই সেগুলোকে দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত ফরেনসিক ইনস্টিটিউটে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনাটি এমন এক সময় ঘটছে, যখন ইসরায়েল ও গাজার শাসকগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি কার্যকর করা নিয়ে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাসকে বন্দি ইসরায়েলিদের মুক্তি ও মৃতদেহ হস্তান্তর করতে হবে, আর ইসরায়েলকে বোমা হামলা বন্ধ রাখতে হবে। তবে ইসরায়েল দাবি করছে, হামাস তাদের অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে, ফলে ওয়াশিংটনের মধ্যস্থতায় করা শান্তিচুক্তির স্থায়িত্বও ঝুঁকিতে পড়েছে।

আরও পড়ুন

অন্যদিকে, হামাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে তারা বলছে গাজায় বহু এলাকা এখনো ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় মরদেহ শনাক্ত ও উদ্ধার কাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। এই প্রক্রিয়াটি এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় চলছে এবং রেড ক্রস উভয় পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে জনসম্মুখে ছাত্রীর সাথে শিক্ষকের অশোভন আচরণ

পাসের হারে এগিয়ে মাদ্রাসা বোর্ড  জিপিএ ৫ পেয়েছেন ৪,২৬৮ জন

বগুড়ার নন্দীগ্রামে পাঁচটি ক্লিনিক এন্ড  ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা 

এইচএসসিতে বগুড়ার যেসব প্রতিষ্ঠান ভালো করেছে

অতীতের চেয়ে বেশি ভোটে বগুড়ার  সবগুলো আসনে বিএনপি’র প্রার্থীরা নির্বাচিত হবেন

বগুড়ার সবজির বাজারে স্বস্তি উধাও