ঢ্যাঁড়শ ভেজানো পানির উপকারিতা
_original_1760702801.jpg)
আমাদের দেশে ঢ্যাঁড়শ সাধারণত ভাজি বা রান্না করে খাওয়া হয়। তবে পানিতে ভিজিয়ে রাখা ঢ্যাঁড়শের পানি পান করলে মেলে নানা উপকার।
একটি ঢ্যাঁড়শ ধুয়ে কেটে সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করা যায়। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ শরীরকে সুরক্ষা দেয়, ত্বক উজ্জ্বল করে তোলে।
প্রধান উপকারিতা:
হজমে সহায়ক: ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও বদহজম কমায়।
ওজন নিয়ন্ত্রণ: ক্ষুধা কমিয়ে খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে।
আরও পড়ুনরোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন-সি সর্দি-কাশি থেকে রক্ষা করে, ক্ষত সারায়।
রক্তে শর্করা নিয়ন্ত্রণ: ডায়াবেটিস রোগীর জন্য উপকারী, গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখে।
ত্বকের যত্ন: অ্যান্টি-অক্সিডেন্ট বার্ধক্য কমিয়ে ত্বক উজ্জ্বল
মন্তব্য করুন