ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে সৌদি আরব

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে সৌদি আরব

সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করতে আলোচনা করছে। ধারণা করা হচ্ছে, আগামী মাসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

শুক্রবার (১৭ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। আলোচনায় ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এই সম্ভাব্য চুক্তির বিষয়টি ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন, 'ক্রাউন প্রিন্স যখন (ওয়াশিংটনে) আসবেন, তখন কিছু স্বাক্ষর হওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনো নির্ধারণ করা হয়নি।'

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনাধীন এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও কাতারের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির মতো হতে পারে। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে কাতারের ওপর কোনো সশস্ত্র হামলা হলে সেটিকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। 

আরও পড়ুন

কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি হয় মাত্র এক মাস আগে, সেসময় ইসরায়েল দোহায় হামাস নেতাদের ওপর বিমান হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালিয়েছিল। এই চুক্তিটি ওয়াশিংটনের পক্ষ থেকে রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের মতো নিরাপত্তা নিশ্চয়তা চাইছে। 

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে যে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা 'আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি', তবে তারা সম্ভাব্য চুক্তির বিস্তারিত নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রিয়াদ গত মাসেই পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বসত বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধে থানায় অভিযোগ

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় অকেজো গভীর সেচপাম্প, বোরো মৌসুমে সেচ সংকটের শঙ্কায় কৃষক

প্রখ্যাত সাংবাদিক ফারুখ ফয়সল আর নেই, শোক

নভেম্বর থেকে ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত