ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল

জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল

জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা। শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তারা স্বাক্ষর করেন।

 

তবে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাম ধারার চারটি রাজনৈতিক দলের নেতারা। অনুপস্থিত দলগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ।

 

অনুষ্ঠান সূত্রে জানা গেছে, সনদে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যর নেতারা।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর আগেই রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও অতিথিরা দক্ষিণ প্লাজায় উপস্থিত হন।

তবে পুরো আয়োজনজুড়ে অনুপস্থিত ছিলেন এনসিপি ও চার বাম দলের কোনো প্রতিনিধি। বিষয়টি নিশ্চিত করে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, ‘এনসিপির কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। এই বিষয়ে আমাদের অবস্থান আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।’

আরও পড়ুন

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, আইনি ভিত্তির নিশ্চয়তা না থাকায় তারা আপাতত জুলাই সনদে স্বাক্ষর করবে না।

একইভাবে, সংশোধিত খসড়া না পাওয়া পর্যন্ত সনদে সই করবে না বলে জানিয়েছিল চার বাম দল। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির বলেন, ‘আমরা গতকালই (বৃহস্পতিবার) জানিয়েছি, খসড়াটি না পেলে সই করা সম্ভব নয়। তাই চার দলের কেউ আজ অনুষ্ঠানে যাননি।’

এই অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নানা বিশ্লেষণের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, জুলাই সনদে অংশগ্রহণ না করা বাম দল ও এনসিপির অবস্থান ভবিষ্যতে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বসত বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধে থানায় অভিযোগ

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় অকেজো গভীর সেচপাম্প, বোরো মৌসুমে সেচ সংকটের শঙ্কায় কৃষক

প্রখ্যাত সাংবাদিক ফারুখ ফয়সল আর নেই, শোক

নভেম্বর থেকে ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত