ইউরোপা লিগের ম্যাচে নিষিদ্ধ হলো ইসরায়েল সমর্থকরা

বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার জের ধরে এবার ইউরোপা লিগের মঞ্চেও বড়সড় ধাক্কা খেল ইসরায়েল। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে অ্যাস্টন ভিলা বনাম মাকাবি তেল আবিবের ম্যাচে ইসরায়েলি ক্লাবটির সমর্থকদের ভিলা পার্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এটি ইসরায়েল সমর্থকদের জন্য আরেকটি দুঃসংবাদ।
এর আগে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ইতালি ও নরওয়ের বিপক্ষে ম্যাচগুলোতে স্বাগতিক দর্শকদের রোষানলে পড়তে হয়েছিল ইসরায়েলের সমর্থকদের। এমনকি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে আয়োজক দেশ ইসরায়েলের সমর্থকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল।
ইউরোপা লিগের ম্যাচে আগামী মাসে ইংলিসগ ক্লাব অ্যাস্টোন ভিলা মুখোমুখি হবে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের। সেফটি অ্যাডভাইজরি গ্রুপ (এসএজি) ম্যাচটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করার পর অ্যাস্টন ভিলাকে নির্দেশ দেয়, সফরকারী দলের কোনো সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া যাবে না।
এর পরিপ্রেক্ষিতে আগামী ৬ নভেম্বরের এই হোম ম্যাচ প্রসঙ্গে অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে জানায়,‘অ্যাস্টন ভিলা নিশ্চিত করছে যে, সেফটি অ্যাডভাইজরি গ্রুপের কঠোর নির্দেশ অনুসারে মাকাবি তেল আবিবের কোনো সমর্থক ভিলা পার্কে প্রবেশ করতে পারবে না।’
যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের যুক্তি,‘বর্তমান গোয়েন্দা তথ্য ও অতীত ঘটনার আলোকে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে। তারা ২০২৪ সালে আয়াক্স ও মাকাবি তেল আবিবের ম্যাচ ঘিরে আমস্টারডামে ঘটা সহিংসতা ও ঘৃণাজনিত অপরাধের ঘটনাকে উদাহরণ হিসেবে টেনেছেন, যেখানে দাঙ্গার পর ডাচ পুলিশ ৬২ জনকে গ্রেপ্তার করেছিল।
আরও পড়ুনযদিও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টার্মার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন, তবে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ তাদের অবস্থানে অনড়। এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশের এক মুখপাত্র বলেন,‘আমরা জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এবং জনগণের প্রতিবাদের অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রেখে ন্যায়সংগত ও নিরপেক্ষ আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত মূল্যায়নের পর আমরা অ্যাস্টন ভিলা ও মাকাবি তেল আবিবের মধ্যকার আসন্ন ম্যাচটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করেছি।’
এদিকে, এমিলিয়ানো মার্টিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা ইউরোপা লিগের ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
মন্তব্য করুন