টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান নারী দল

আগামী নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
৩০ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল। ঢাকায় পৌঁছানোর পরই দলটি সরাসরি কক্সবাজারে যাবে, যেখানে অনুষ্ঠিত হবে পুরো সিরিজের ম্যাচগুলো।
সিরিজ শুরুর আগে ১ ও ২ ডিসেম্বর কক্সবাজার অ্যাকাডেমি মাঠে অনুশীলন করবে পাকিস্তান দল। এরপর ৩ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচ। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫, ৭, ১০ ও ১২ ডিসেম্বর।
সবগুলো ম্যাচই হবে কক্সবাজার অ্যাকাডেমি গ্রাউন্ডে, দুপুর দেড়টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত। ম্যাচের ফাঁকে ফাঁকে ৪, ৬, ৯ ও ১১ ডিসেম্বর অনুশীলনের দিন নির্ধারণ করা হয়েছে দু’দলের জন্য।
আরও পড়ুনদীর্ঘ সফরের মাঝে একমাত্র বিশ্রামের দিন হিসেবে রাখা হয়েছে ৮ ডিসেম্বর। সবশেষে ১৩ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল।
এই সিরিজকে দুই দেশের নারী ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। কক্সবাজারের নতুন অ্যাকাডেমি মাঠে এমন আন্তর্জাতিক বয়সভিত্তিক সিরিজ আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্যও একটি বড় সাফল্য।
মন্তব্য করুন