ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

শ্রাবণী সায়ন্তনীর স্বপ্ন

শ্রাবণী সায়ন্তনী

অভি মঈনুদ্দীন ঃ চ্যানেল আই সেরাকন্ঠ’খ্যাত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী সাধারণত নিজের মৌলিক গান প্রকাশের দিকেই সবসময় মনোযোগ দিয়েছেন। এরইমধ্যে তার কন্ঠে প্রকাশিত কয়েকটি মৌলিক গান শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। সামনে আরো বেশকিছু মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে বলেও জানান তিনি। এরইমধ্যে পূজার ছুটিতে তিনি রংপুর গেছেন। আর কয়েকদিনের মধ্যে ঢাকায় ফিরে নতুন আরো কয়েকটি মৌলিক গানে ভয়েজ দিবেন বলেও জানান তিনি।

এরইমধ্যে গেলো দুর্গা পূজায় ‘পুজো এলোরে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন ও সুর করেছেন পুণম মিত্র। শ্রাবণী সায়ন্তনীর সঙ্গে এই গানে আরো কন্ঠ দিয়েছেন চম্পা বণিক, অনন্যা ও পুণম। গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানান শ্রাবণী সায়ন্তনী। তবে যে গানটির জন্য শ্রাবণী সবচেয়ে বেশি সাড়া পান প্রতি নিয়ত সেই গানটি হলো ‘তোকেই শুধু চাই’। গানটি গেলো বছর প্রকাশিত হয়েছে ইউটিউবে। গানটি লিখেছেন আল আমিন জমাদ্দার ও আশিক মাহমুদ।

গানটির সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। গানটি এরইমধ্যে কয়েক লক্ষ ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটির সুর যেমন ভীষণ শ্রুতি মধুর শ্রাবণী সায়ন্তনী ও আকাশ মাহমুদ গেয়েছেনও দারুণ। যে কারণে গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

আরও পড়ুন

শ্রাবণী সায়ন্তনী বলেন,‘ গানের ভুবনে আমার পেশাগতভাবে পথচলা খুউব বেশি দিনের নয়। কিন্তু তারপরও যেসব মৌলিক গান আমার কন্ঠে প্রকাশিত হয়েছে সবগুলোর জন্যই বেশ সাড়া পেয়েছি আমি। তবে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি তোকেই শুধু চাই গানটির জন্য। গানটির কথা ও সুর সত্যিই ভীষণ চমৎকার। সত্যি বলতে এমনই কিছু গান করে যেতে চাই যেন আমি কখনো গানের ভুবনে না থাকলেও আমার গানগুলোর জন্য যেন শ্রোতা দর্শকেরা আমাকে মনে রাখেন। আর আমার স্বপ্ন যেন আগামীতে রিয়েলিটি শো গুলোতে যারা অংশগ্রহন করতে আসবেন তারা যেন আমার গানও গান, সেদিন মনে হবে আমি সত্যি সত্যি কিছু ভালো গান করতে পেরেছি।’

শুধু আধুনিক গানে নয় ফোক গানেও শ্রাবণী সায়ন্তনী অনবদ্য। ইউটিউবে তার কন্ঠে বেশ কিছু ফোক গানও প্রকাশিত আছে। সেসব গানও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। শ্রাবণীর সবচেয়ে প্রিয় শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। রুনা লায়লার সঙ্গে দেখা করারও স্বপ্ন ছিলো তার। সেই স্বপ্নও তার এই জীবনের পূরণ হয়েছে। রুনা লায়লার সঙ্গে একবারই দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে তার। শ্রাবণীর ভাষ্যমতে, রুনা লায়লার সঙ্গে দেখা হওয়ার মুহুর্তটি তার জীবনের অন্যতম স্মরণীয় মুহুর্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বসত বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধে থানায় অভিযোগ

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় অকেজো গভীর সেচপাম্প, বোরো মৌসুমে সেচ সংকটের শঙ্কায় কৃষক

প্রখ্যাত সাংবাদিক ফারুখ ফয়সল আর নেই, শোক

নভেম্বর থেকে ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত