ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার দায়সারাভাব দেখিয়েছে, তাই আমরা যাইনি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার দায়সারাভাব দেখিয়েছে। তাই তাদের দল এই অনুষ্ঠানে অংশ নেয়নি।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার না করেই তাড়াহুড়ো করে দায়সারা সাক্ষর করা হয়েছে। এতে মনে হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তা ও আকাঙ্ক্ষার বিষয়টি উপেক্ষা করে নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি চিন্তিত। তারা ভাবছে, কীভাবে দায়সারাভাবে জুলাই সনদ সাক্ষর করে নির্বাচনের দিকে যাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘সেফ এক্সিট’ মানে দেশ ছেড়ে পালানো নয়। এখানে দেখা যাচ্ছে, জুলাই সনদ নামমাত্র সাক্ষর করে নির্বাচনের পথে গেলেই হলো, সংস্কার হোক বা না হোক, আইনি ভিত্তি থাকুক বা না থাকুক, তারা শুধু নামকাওয়াস্তে সনদ সাক্ষর করতে চায়। পরবর্তী সরকার বাস্তবায়ন করবে কি না, সেটি নিয়েও তাদের মাথাব্যথা নেই ‘

সারজিস আলম অভিযোগ করেন, ‘আমরা সরকারের কাছে নতুন কিছু চাইনি। শুধু চেয়েছি, প্রধান উপদেষ্টা যেন সনদের আদেশ জারি করেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, তারা আগের ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে জারি করার পরিকল্পনা করছে। এটা মেনে নেওয়া যায় না।

 

ঘোষণাপত্র এখন শুধুই নামমাত্র একটি কাগজে পরিণত হয়েছে। এর কার্যকারিতা নেই। এমন দায়সারাভাব থাকলে কিছুদিন পর এই অভ্যুত্থান ইতিহাস থেকেও মুছে যাবে, বরং যারা এতে অংশ নিয়েছেন তাদেরই হয়তো মামলা দিয়ে হয়রানি করা হবে।’

আরও পড়ুন

 

তিনি বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার কথা ছিল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের। কিন্তু বাস্তবে দেখা গেছে, সেটি পরিণত হয়েছে রাজনৈতিক দলগুলোর এক মিলনমেলায়। সেখানে শহীদ পরিবারের জন্য কোনো সম্মানজনক আসন বা ব্যবস্থা রাখা হয়নি। এতে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।’

লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপের ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপি নেতা বলেন, ‘অনুষ্ঠানে যেভাবে লাঠিচার্জ, টিয়ারসেল ছোড়া ও রাবার বুলেট ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত অপ্রত্যাশিত ও দুঃখজনক। এই ধরনের দমননীতি আমাদের মতো জুলাই আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে কোনোভাবেই মানানসই নয়।’

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বসত বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধে থানায় অভিযোগ

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় অকেজো গভীর সেচপাম্প, বোরো মৌসুমে সেচ সংকটের শঙ্কায় কৃষক

প্রখ্যাত সাংবাদিক ফারুখ ফয়সল আর নেই, শোক

নভেম্বর থেকে ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত