সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার কুমাল্লু গ্রামে মাটি ব্যবসায়ী পুকুর খননের নাম করে মাটি কেটে ট্রাক ও ট্রলি ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। গত বুধবার বিকেলে দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় ওই মেশিনকে আটক করা হয় এবং ভেকু মালিককে ১লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
আরও পড়ুনএ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম জাহিদ হোসেন বলেন, পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কেটে কৃষি জমির ক্ষতি হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, যারা পুকুর খননের নামে কৃষি জমি কেটে পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন