বগুড়ার সোনাতলায় বসত বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধে থানায় অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বাড়ির জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষের জায়গায় অপরপক্ষ গোয়াল ঘর নির্মাণসহ তাদের বাড়ির গাছপালা কেটে ফেলেছে। এ ব্যাপারে থানায় আভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত মোহাম্মদ আলী বেপারী বাচ্চু’র দুই ছেলে রাফিউল আলম সবুজ ও রুহুল আমিন হাসু’র ৫৯ শতক জমির মধ্যে একই গ্রামের মৃত রইছ উদ্দিন বেপারীর ছেলে এনামুল হক, মৃত আব্দুল জোব্বারের ছেলে এবাদুল হক ও তাদের লোকজন দখল করে নিয়ে গোয়ালঘর নির্মাণ করেছে।
এছাড়াও আজ শুক্রবার (১৭ অক্টোবর) প্রতিপক্ষের লোকজন তাদের বাড়ির আঙ্গিনায় লাগানো গাছপালা কেটে ফেলেছে। এ বিষয়ে রাফিউল আলম সবুজ বলেন, বাড়ির জায়গা জমি নিয়ে ইতিমধ্যেই ৮ দফা গ্রাম্য সালিশ বৈঠক হয়েছে। প্রতিপক্ষের লোকজন গ্রাম্য সালিশ বৈঠক অমান্য করে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে।
আরও পড়ুনএ বিষয়ে প্রতিপক্ষের এনামুল হক ও এবাদুল হক বলেন, জমি-জমা নিয়ে তাদের প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছে। এ বিষয়ে সোনাতলা থানার ওসি রওশন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন