ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ফের ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড জাল

ফের ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড জাল

দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর ঢাকায় পারফর্ম করে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’। তাদের বাংলাদেশি ভক্তদের জন্য এবার আরও একটি সুখবর। বছর ঘুরতেই ফের ঢাকা মাতাতে আসছে এই জনপ্রিয় ব্যান্ডদলটি। 

গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে ঢাকায় আসার ঘোষণা দেন ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ। নিজের ফেসবুক পাতায় দুটি স্টোরি শেয়ার করে এই বার্তা দেন তিনি।

প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি চিত্রের ওপর লেখা ছিল, ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’। এর পরের স্টোরিতে দেখা যায়, বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি অ্যানিমেটেড ছবি, যেখানে গিটার বাজিয়ে পারফর্ম করার চিত্রও রয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শীঘ্রই।

আরও পড়ুন

এই নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডদল ‘জাল’। তবে এই অনুষ্ঠানের আয়োজক কারা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার একটি আয়োজক প্রতিষ্ঠানের সূত্রও ‘জাল’ ব্যান্ডের ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছে। শিগগিরই কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

২০০২ সালে আতিফ আসলাম ও গওহর মমতাজের হাত ধরে যাত্রা শুরু করে ‘জাল’। ২০০৪ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’ ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে। বর্তমান ব্যান্ড সদস্যরা হলেন গওহর মমতাজ, আমির আজহার ও সালমান আলবার্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন