ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫। শনিবার (১৮ অক্টোবর) ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং শিক্ষা ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি’

ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “আমরা সাধারণত শারীরিক অসুস্থতাকে যেমন গুরুত্ব দেই, মানসিক অসুস্থতাকে ততটা দেই না। অনেক সময় মানসিক সমস্যার কথা অন্যকে জানাতেও স্বাচ্ছন্দ্যবোধ করি না— এটি সঠিক নয়।”

আরও পড়ুন

তিনি মানসিক স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সমাজে তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের মাঝেই মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এই চাপ মোকাবিলায় কাউন্সেলিং সেবা গ্রহণ ও নিয়মিত মানসিক যত্নের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠান শেষে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা টিএসসি প্রাঙ্গণে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে কাউন্সেলিং সেবা, মনোবৈজ্ঞানিক মূল্যায়ন, মনোবৈজ্ঞানিক খেলা, মানসিক স্বাস্থ্যবিষয়ক বই প্রদর্শনী ও বিক্রয়, কর্মশালা এবং সচেতনতামূলক নানা কার্যক্রম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন