ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস বলেছেন দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আনসারবাহিনীর গুরুত্ব অপরিসীম। দেশপ্রেম, শৃঙ্খলা ও আর্থসামাজিক উন্নয়নে আনসার মৌলিক প্রশিক্ষণার্থীদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

আনসার-ভিডিপি দেশের দক্ষ জনশক্তি তৈরির কারখানা। সে কারণেই আনসার-ভিডিপি’র পক্ষ থেকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে। প্রশিক্ষণে শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয় বরং জাতির নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষিত আনসার সদস্যদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা পরিচয় প্রদর্শন করতে হবে।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নগরীর মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ মেয়াদী উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে সমাজের উন্নয়নে আনসার-ভিডিপি সদস্যদের কাজ করতে হবে।

আরও পড়ুন

গ্রাম অঞ্চলের, অসামাজিক কার্যকলাপ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, দলগতভাবে প্রতিরোধে কাজ করতে হবে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। আনসার-ভিডিপি’র রংপুর জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক রাশেদুল ইসলামের সভাপতিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কাউনিয়া উপজেলা প্রশিক্ষক মো. জুয়েল রানা। শেষে ৪ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত ও সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এছাড়াও প্রশিক্ষণার্থীদের দেশ রক্ষায় শপথ বাক্য পাঠ করানো হয়। উক্ত প্রশিক্ষাণার্থীদের ৬ রাউন্ড করে শর্টগানের গুলি ছোড়া অনুশীলন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন