ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

পুতিন-ট্রাম্প ফোনালাপের পর টমাহক নিয়ে অনিশ্চয়তায় জেলেনস্কি

পুতিন-ট্রাম্প ফোনালাপের পর টমাহক নিয়ে অনিশ্চয়তায় জেলেনস্কি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপে অসাধারণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতা এবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন। এদিকে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে শুক্রবার হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

এই বৈঠকের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প-পুতিন আড়াই ঘণ্টা ফোনালাপ করেন। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিবিসি’র খবরে বলা হয়েছে, গত আগস্টের পর এই প্রথম ফোনে কথা বললেন ট্রাম্প-পুতিন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে এই ফোনালাপটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে দেখা করবেন বলেও জানান তিনি। ট্রাম্প বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠকের তারিখ নিশ্চিত করেননি। ক্রেমলিন জানিয়েছে, অত্যন্ত স্পষ্ট ও বিশ্বাসযোগ্য ফোনালাপের পরে অবিলম্বে শীর্ষ সম্মেলনের কাজ শুরু হবে। এই আলোচনা এমন একসময় হলো, যখন জেলেনস্কি গতকাল হোয়াইট হাউসে সফরে গেছেন। আর ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

 
দ্য গার্ডিয়ান জানায়, জেলেনস্কির সফরে আলোচনার মূল বিষয়ও টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ। ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন হয়তো ইউক্রেনকে এই অস্ত্র দিতে পারে। এটি ইউক্রেনের জন্য সবচেয়ে দূরপাল্লার অস্ত্র হবে, যা দিয়ে মস্কোতেও হামলা চালানো সম্ভব। তবে পুতিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্পের নরম মনোভাব ইউক্রেনের তাৎক্ষণিক সহায়তা পাওয়া নিয়ে সন্দেহ তৈরি করেছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি পুতিনের সঙ্গে আলাপে ইউক্রেনকে টমাহক দেওয়ার বিষয়টি তুলেছিলেন। কিন্তু পুতিন এতে খুশি হননি। ট্রাম্প পরে বলেন, ‘আমাদেরও এই ক্ষেপণাস্ত্র দরকার, তাই এখনই কিছু বলা কঠিন।’ গত বৃহস্পতিবার রাতে জেলেনস্কি ওয়াশিংটনে পৌঁছান। সেখানে তিনি বলেন, ‘টমাহকের কথা শুনেই মস্কো দ্রুত সংলাপে ফিরতে চায়।’ 

আরও পড়ুন

ফোনালাপের পরে সাংবাদিকদের ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যেই পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে।  পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের টমাহকের মজুত শেষ করতে পারি না। আমাদেরও এগুলো দরকার। তাই আমি জানি না, আমরা কী করতে পারি।’  হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এক্সে লিখেছেন, ‘বুদাপেস্টে পরিকল্পিত বৈঠক শান্তিপ্রিয় মানুষের জন্য দারুণ খবর। শান্তির জন্য ধৈর্য, শক্তি ও বিনয় প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ৯ কোটি আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ

মাজার জিয়ারতের কথা বলে সিলেটে নিয়ে স্ত্রীকে হত্যা

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

ব্র্যাণ্ড প্রমোশনে এগিয়ে যাচ্ছেন জান্নাতুল মনি, আগ্রহ রয়েছে মডেলিং-এ

নোয়াখালীতে শিবিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০