ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

মিরপুরে এমন পিচ নিয়ে যা জানালেন তারা

মিরপুরে এমন পিচ নিয়ে যা জানালেন তারা , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডেতে মিরপুরের উইকেট নিয়ে চলছে তুমুল আলোচনা। গাঢ় বাদামি রঙের উইকেট, একফোঁটা ঘাস নেই-এমন দৃশ্য দেখে চমকে গেছেন অনেকে। তবে এটি একেবারেই অপ্রত্যাশিত ছিল না।ম্যাচের আগের দিনই এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামিকে। তিনি তখন বলেছিলেন, ‘অধিনায়ক শাই হোপ এখনো উইকেট দেখেনি, তবে আমি দেখেছি। আমরা এমন উইকেট বানাতে পারব না-এমন কিছু আগে কখনো দেখিনি।’

অন্যদিকে বাংলাদেশের কোচ ফিল সিমন্স বলেন, ‘এটা স্বাভাবিক মিরপুরের উইকেটের মতোই দেখাচ্ছে। সাধারণত এখানে কিছুটা টার্ন থাকে, যা ভালোই।’

সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার ও ধারাভাষ্যকার ফারভেজ মাহারুফ ম্যাচ শুরুর আগে উইকেট রিপোর্টে বলেন, ‘দুই বছর আগে এখানে শেষ ওয়ানডে হয়েছিল। এবার সম্পূর্ণ আলাদা এক ধরনের উইকেট দেখছি। আমি অনেক ম্যাচ কাভার করেছি, কিন্তু এই প্রথম একটাও ঘাস দেখলাম না। বল করার আগেই মাটি নড়ছে, মানে উইকেটটা ধীরগতির হবে।’ তিনি আরও বলেন, ‘এটা ধীর উইকেট, স্পিনারদের ভূমিকা বড় হবে। ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হবে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে।’

আরও পড়ুন

মাহারুফের সেই ভবিষ্যদ্বাণী হুবহু সত্যি হয় ম্যাচে। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০তম ওভারে গিয়ে পৌঁছায় মাত্র ১০০ রানে। পরে কোনোভাবে দলীয় স্কোর ২০৭ পর্যন্ত নিতে পারে তারা। সম্প্রচারকারীদের দেখানো পরিসংখ্যানে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোতি, রস্টন চেজ ও খারি পিয়ের উইকেট থেকে গড়ে ৪ থেকে ৪.৫ ডিগ্রির বেশি টার্ন পাচ্ছিলেন। এমনকি জাস্টিন গ্রিভসের কাটার আর মাঝারি গতির বলেও রান তুলতে হিমশিম খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা।

এরপর রিশাদ হোসেন তো সব আলোই কেড়ে নিলেন। ৬ উইকেট তুলে নিয়ে তিনি একাই ধসিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। যার ফলে ২০৭ রান করেও ৭৪ রানের বিশাল এক জয় পায় বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দিতে তিন বিঘা জমিতে বছরে ৬ লাখ টাকার মালটা বিক্রি

রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের ‘হারু পার্টি’

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনতাই