সিলেটে নাতির ইটের আঘাতে নিহত নানী
_original_1760871880.jpg)
সিলেটের জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন নাতির ইটের আঘাতে আজিবা বেগম (৯০) নামের বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামে এ ঘটনা ঘটে
আজিবা বেগম ঘাটেরচটির গ্রামের মৃত সজ্জাদ আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন নাতি সুমন আহমেদকে (২০) আটক করেছে পুলিশ। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন সুমন দীর্ঘদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসতালে চিকিৎসাধীন ছিলেন। ছয়মাস আগে তার মা মারা যাওয়া নানি তাকে দেখাশোনা করতেন। শনিবার রাতে হঠাৎ সুমনের চিৎকার শুনে পাশের ঘরের লোকজন ছুটে এসে দেখেন আজিবা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পাশে বসে থাকা সুমন তখন কাঁদছিল। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুননিহতের স্বজনরা জানান, সুমন মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। ৬ মাস আগে তার মা মারা যাওয়ার পর থেকে তিনি নানির সঙ্গেই থাকতেন। শনিবার রাতে নানিকে ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঘটনার পর মানসিক ভারসাম্যহীন নাতি সুমনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন