সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সোমবার (২০ অক্টোবর) সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ১৩টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বৈঠকে উপস্থিত থাকবেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র্যাবের মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকরা।
আরও পড়ুননির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত ১৪ অক্টোবর নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।
মন্তব্য করুন