ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে মাদকসহ মো. আনছার আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার রাতে সদর উপজেলার শীবগঞ্জ এলাকা থেকে তাকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সদর থানার এসআই (নি:) সাধন চন্দ্র রায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শীবগঞ্জ এলাকার একটি পরিত্যক্ত জমিতে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এসময় পুলিশের একটি টিম ওই স্থানে অভিযান পরিচালনা করে শীবগঞ্জ বাজার এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. আনছার আলীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ২৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন