ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

জবি ছাত্রদল নেতা হত্যা ও বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

জবি ছাত্রদল নেতা হত্যা ও বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা জুবায়েদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে একজন শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুন

বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনে যদি এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তবে সহিংসতার সংস্কৃতি আরও বিস্তৃত হবে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল ও বিভাগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। শনিবার রাতে রাজধানীর একটি বাসায় টিউশন করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দিতে তিন বিঘা জমিতে বছরে ৬ লাখ টাকার মালটা বিক্রি

রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের ‘হারু পার্টি’

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনতাই