এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে : সারজিস আলম

দিনাজপুর ও রংপুর জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আজ রোববার (১৯ অক্টোবর) দিনাজপুর ও রংপুরে দলের সমন্বয় সভা করেছেন। তিনি এদিন দুপুরে দিনাজপুর ও সন্ধ্যায় রংপুরে এসব সভায় বক্তব্য রাখেন।
দিনাজপুরে সমন্বয় সভায় তিনি বলেন, শাপলা প্রতীক দিতে কোন আইনগত বাধা নেই। বিষয়টি নিয়ে আমরা আইনবিদদের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশন কাউকে খুশি করার জন্য এ সিদ্বান্ত দিচ্ছেন। নির্বাচন কমিশন আমাদের দেখাক কোন আইনে শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া যাবে না। তিনি বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে, নির্বাচন কমিশন যদি আমাদের সাথে অন্যায় করে তা হলে এনসিপি রাজনৈতিক ভাবেই মোকাবিলা তা করবে। দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন, ‘জুলাই সনদে এনসিপি এবং চারটি রাজনৈতিক দল স্বাক্ষর করেনি এটা জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রভাব পড়বে না’-এ প্রশ্নের উত্তরে সারজিস আলম বলেন, সাধারণ মানুষ ঠিক করবে প্রভাব পড়বে কী পড়বে না। জুলাই অভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলো হাহাকার করতো। কর্মসূচি দিয়ে রাস্তায় দাঁড়ানোর কোন লোক ছিল না। বড় বড় রাজনৈতিক দলের অফিসগুলোতে ১০ জন কর্মী ছিল।
ইতিহাস থেকে শিক্ষা নেয়ার কথা বলে সারজিস আলম বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। নামকাওয়াস্তে জুলাই সনদ একটা কাগজ সেটা জনগণ মেনে নেবে না। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রধান সমন্বয়কারী ফয়সল করিম সোহেব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ। সমন্বয় সভায় দিনাজপুরের ১৩ উপজেলা থেকে এনসিপি নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুনআমাদের রংপুর জেলা প্রতিনিধি জানান, এদিন সন্ধ্যায় নগরীর হোটেল তিলোত্তমায় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা ও মহানগরে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে এবং জুলাই আন্দোলন ও গণহত্যার বিচার না করে যদি কোনভাবে অন্তবর্তীকালীন সরকার যদি শুধুমাত্র একমুখী চিন্তা থেকে দায়সারা নির্বাচন করতে চায়, তাহলে সবার আগে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের মুখোমুখি হতে হবে অন্তবর্তীকালীন সরকারকে।
এতে কোন রাজনৈতিক দল লাগবে না। যেভাবে রাজনৈতিক দল ছাড়াই শেখ হাসিনা সরকারকে ছাত্র-জনতা মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে, তেমনি এই অন্তবর্তীকালীন সরকারকেও রাজনৈতিক দল ছাড়াই মুখোমুখি করবে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার। তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে ও সিরিজ আকারে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে, অবশ্যই কালপিটের চক্রান্তের অংশ।
সিরিজ আকারে গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। অথচ এসব গুরুত্বপূর্ণ স্থানে ঘটার কোন সুযোগ নেই। ফ্যাসিস্টের অনেকেই অডিও এবং ভিডিওতে যুক্ত থেকে এসব ঘটনা ঘটাতে নিদের্শনা দিচ্ছে, যার কারণে এসব ঘটছে। তাই অন্তবর্তীকালীন সরকারকে এ ব্যাপারে শক্তভাবে দেখতে চাই। কঠোরভাবে এসব দমনে উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি।
এর আগে সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা ও মহানগরে সমন্বয় সভায় বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির নেতা ড. আতিক মুজাহিদ, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিবসহ জেলা-মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন