বগুড়ায় চার হিজড়াকে তুলে নিয়ে গিয়ে মারপিট ও মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: বগুড়ায় প্রতিপক্ষের হামলায় চার হিজড়া আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। মারপিটের এক পর্যায়ে তাদের মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন, সুরভি (২১), রুমা (১৯), প্রিয়াংকা (২২) ও প্রীতি (১৯)। আহতদের বাড়ি বগুড়া সদরে।
আহত চারজন অভিযোগ করেছেন গত শুক্রবার বিকেলে তারা শহরের কলোনী এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলছিলেন। কিন্তু এ সময় তাদের প্রতিপক্ষের লোকজন কয়েকটি সিএনজি চালিত অটোরিকশায় এসে তাদের আটক করে বেদম মারপিট করে। এরপর সিএনজি চালিত অটোরিকশায় তুলে মহাস্থানে নিয়ে যায়।
মহাস্থান থেকে আবার তাদেরকে শিবগঞ্জের বিহার এলাকায় নিয়ে গিয়ে আটকে রেখে ফের মারপিট করে। সেখানে তারা তাদের অভিভাবকদের কাছে ফোন দিয়ে মুক্তিপণও দাবি করে। পরের দিন শনিবার রাত ৯ টার দিকে অভিভাবকরা মহাস্থানে এলে তাদেরকে বিহার থেকে সেখানে আনা হয়। সেখানে অভিভাবকরা তাদেররকে মুক্তিপণ দিলে তারা রাত ১১ টার দিকে তাদের ছেড়ে দেয়। এরপর অভিভাবকরা তাদের উদ্ধার করে বগুড়ায় এনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
আহতদের গুরুমা শামীম ওরফে কনা বলেন, শুক্রবার বিকেলে কলোনী নর্থওয়ে মোটেলের সামনে সুরভি, রুমা, প্রিয়াংকা ও প্রীতিরা চাঁদা তুলছিল। এসময় প্রতিপক্ষের ৩০-৩৫ জন তাদের ওপর হামলা করে মারপিট করে সিএনজিযোগে মহাস্থানে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে আটকে রেখে ফের মারপিট করে মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়া হয়।
আরও পড়ুনতিনি আরও দাবি করেন, হামলাকারীরা আহত হিজড়াদের অভিভাবকদের কাছ থেকে বিকাশের মাধ্যমসহ বিভিন্নভাবে প্রায় ২ লাখ টাকা মুক্তিপণ নিয়েছে। সেইসাথে একটি সোনার চেইনও ছিনিয়ে নিয়েছে। তিনি বলেন, মুক্তিপণ নিয়ে ওই চারজনকে ছেড়ে দিলেও জেসমিন নামে আরও এক হিজড়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে তারা এ ব্যাপারে থানায় এখনও মামলা দায়ের করেননি। আহতরা সুস্থ হলে তারা থানায় মামলা দায়ের করবেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওুিস মো. শাহিনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন