বিমানবন্দরে আমদানি পণ্য খালাসের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর প্রবেশপথ দিয়ে আমদানি কার্গো কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে পণ্য খালাসের কার্যক্রম শুরু হয়।
অগ্নিকাণ্ডের দুই দিন পর আজ তিনটি এয়ারের পণ্য হস্তান্তর করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সাময়িকভাবে এখান থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান কার্গো কমপ্লেক্সের কর্মকর্তারা।
তারা বলেন, এরর দ্রুত সময়ের মধ্যে কার্গো কমপ্লেক্সের কার্যক্রম পরিচালনার জন্য শাহজালাল বিমানবন্দরের আইসিটি ভবন সাময়িক সময়ের জন্য দেওয়া হবে।
আরও পড়ুনএদিকে, অগ্নিকাণ্ডের তৃতীয় দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
গতকাল রবিবার বিকেলে আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও এ ঘটনায় ১২ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।
মন্তব্য করুন