রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজ স্কুলছাত্রী দুইদিনেও উদ্ধার হয়নি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ওমান প্রবাসীর মেয়ে, দশম শ্রেণির ছাত্রী (১৫) নিখোঁজ হয়ে দুই দিনেও উদ্ধার হয়নি। গতকাল রোববার পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নাবালিকা স্কুল ছাত্রীর মা শিরিনা বেগম জানান, আমার মেয়ে বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। কার্ত্তিকপাড়ার লালন মাস্টারের কাছে প্রাইভেট পড়ে। গতকাল রোববার সকালে প্রাইভেট পড়তে যায়। তারপর আর বাড়ি ফিরে আসেনি।
আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পড়ে খোঁজ নিয়ে জানতে পারি আমার মেয়েকে বড়বড়িয়া গ্রামের আব্দুলের কলেজ পড়ুয়া ছেলে সেলিম (২২) জোর করে ধরে নিয়ে গেছে।
তার পরিবারের সাথে যোগাযোগ করেছি তারা আজ সোমবার (২০ অক্টোবর) সকালের মধ্যে আমার মেয়েকে ফিরিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু আজ সোমবার (২০ অক্টোবর) বিকেল পর্যন্ত আমার মেয়েকে ফিরিয়ে দেয়নি। আমরা থানায় যায় অপহরণ মামলা করার জন্যে কিন্তু ঘটনাটি জিডি আকারে নিয়েছে।
প্রাইভেট শিক্ষক লালন মন্ডল জানায়, গতকাল রোববার সকাল পৌনে ৭ টার দিকে সেই ছাত্রী ও তার চাচাতো বোন পড়তে আসে। সে সময় আমি দোকানে ছিলাম। সেই ছাত্রী রাস্তার ওপরে থেকে তার বোনকে পাঠায় রুমের চাবি নিতে। সে চাবি নিয়ে যায়। এরপর আমি দোকান বন্ধ করে সেই রুমে গিয়ে দেখি কেউ নেই। তারপর শুনি সেই ছাত্রী নিখোঁজ হয়েছে।
আরও পড়ুনএ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম জানায়, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করছি। তাদের মোবাইল নম্বর একটি পেয়েছি। কিন্তু সেই নম্বর বন্ধ আছে। আর তার এক বন্ধুর সাথে কথা বলেছি তারাও কোন খোঁজ দিতে পারছে না। তবে আমরা চেষ্টায় আছি।
থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানায়, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। আমারা উদ্ধারের চেষ্টা করছি। উদ্ধার হলে মামলা হবে।
মন্তব্য করুন