ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বগুড়ায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

বগুড়ায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২০ অক্টোবর) বগুড়ায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করতোয়ায় আলোচনা সভায় মিলিত হয়।

বগুড়া জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো: সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, বিসিক বগুড়ার ডিজিএম মো: মাহফুজুর রহমান, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাজাহানপুরের পরিসংখ্যান অফিসার মোহা: শফিকুল ইসলাম, বগুড়া সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: মফিউল ইসরাম, নন্দীগ্রাম উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: রবিউল ইসলাম, বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু প্রমুখ।

আরও পড়ুন

আলোচনা সভায় বক্তারা বলেন সঠিক পরিসংখ্যানের অভাবে অনেক ভালো কিছু করা সম্ভব হয়না। বক্তারা বলেন, পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। প্রতিটি শাখায় পরিসংখ্যানের প্রযোগ রয়েছে। সরকার পরিসংখ্যানের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা তৈরী করে থাকে। তাই সঠিক পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। এর আগে বগুড়া জেলার বিভিন্ন বিভাগের পরিসংখ্যান তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক বিক্রেতার কারাদন্ড

সিরাজগঞ্জে ভালবেসে বিয়ে করে তিন মাস পরই লাশ হলো সুমী

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

বগুড়ায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাজশাহী বিভাগীয় বইমেলার বাড়ছে সময় ও পরিসর