বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক বিক্রেতার কারাদন্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত এক নারী মাদক বিক্রেতাকে ৯ মাসের কারাদন্ডসহ ২ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্ত মাদক বিক্রেতা হলো উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বেলাইল দক্ষিণপাড়া গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ঘটনার দিন গতকাল রোববার সন্ধ্যায় চৌমুহনী বাজার এলাকায় মাদক বিক্রিকালে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম উপস্থিত হয়ে নারী মাদক বিক্রেতাকে এই কারাদন্ড প্রদান করেছেন। গতকাল সোমবার তাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন