ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ভয়াবহ লোডশেডিংয়ের কবলে উত্তরাঞ্চল 

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সব ইউনিট বন্ধ হয়ে হয়ে গেছে। ফলে উত্তরাঞ্চলের আটটি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং। গতকাল রোববার সন্ধ্যায় কেন্দ্রের একমাত্র উৎপাদনমুখী এক নম্বর ইউনিটের টিউব ফেটে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টারবাইন বিকল হয়ে তিন নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

আজ সোমবার (২০ অক্টোবর) তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, গত রোববার সন্ধ্যায় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এক নম্বর ইউনিটের মেরামত কাজ শুরু হয়েছে এবং তবে সাত দিনের আগে চালু করা সম্ভব হবে না। আর তিন নম্বর ইউনিটের যন্ত্রপাতি চীন থেকে আনার জন্য যোগাযোগের চেষ্টা চলছে।

অন্যদিকে, কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারের কাজ চলায় প্রায় চার বছর আট মাস ধরে বন্ধ রয়েছে। এটি সচল থাকলে ৬৫-৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। কেন্দ্রের তিনটি ইউনিটের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট হলেও কখনই তিনটি ইউনিট একসঙ্গে চালু করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

স্বাভাবিক উৎপাদনের জন্য কেন্দ্রটির দৈনিক প্রায় ৫ হাজার ২শ’ মেট্রিকটন কয়লা প্রয়োজন হয়। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডে চার লাখ ৪০ হাজার মেট্রিকটন কয়লা মজুদ আছে। উল্লেখ্য, এক ও দুই নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তিন নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক বিক্রেতার কারাদন্ড

সিরাজগঞ্জে ভালবেসে বিয়ে করে তিন মাস পরই লাশ হলো সুমী

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

বগুড়ায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাজশাহী বিভাগীয় বইমেলার বাড়ছে সময় ও পরিসর