ভিডিও

আজ থেকে সাত দিনই চলবে মেট্রো রেল

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ১১:২৬ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৪, ১১:৩৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

মেট্রো রেল আজ থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলাচল করবে। ফলে রাজধানীবাসী এখন থেকে সপ্তাহের সাত দিনই মেট্রো রেলে ভ্রমণ করতে পারবে। 

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাঙচুর করা কাজীপাড়া স্টেশন বিশেষ ব্যবস্থায় আজ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। তবে মিরপুর ১০ নম্বরে অবস্থিত স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় কবে নাগাদ চালু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।


গতকাল প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সাংবাদিকদের এ কথা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে ভাঙচুর করা হয়। গত ২৫ আগস্ট চলাচল স্বাভাবিক হলেও বন্ধ ছিল এই দুটি স্টেশন।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, আগামীকাল (আজ) থেকে মেট্রো রেল শুক্রবারও চলবে।


তবে এ ক্ষেত্রে শুক্রবার চলবে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত। এ ক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামীকাল (শুক্রবার) থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন প্রাথমিকভাবে চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।

এদিকে গত বুধবার কারিগরি ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল প্রায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকে।  এ ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধকল্পে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ডিএমটিসিএল, প্রকল্প এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS