ভিডিও

ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুর ইন্তেকাল করেছেন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

ভাষা সৈনিক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক অধ্যাপক আবদুল গফুর ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

 

ছেলে তারিক আল বান্না অধ্যাপক আবদুল গফুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তারেক জানান, শুক্রবার রাত ৮টায় জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক গফুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের জন্ম ১৯২৯ সালে রাজবাড়ীর দাদুপুর গ্রামে। ১৯৫২ সালে তিনি মহান ভাষা আন্দোলনে অংশ নেন। ২০০৫ সালে তিনি একুশে পদক লাভ করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS