ভিডিও

চলছে আ’লীগের বিশেষ বর্ধিত সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ১১:২৯ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০২:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুরু হয়েছে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার কিছুক্ষণ পর সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলটির সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে ‘বিশেষ বর্ধিত সভা’ শুরু হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এই বিশেষ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার শুরুতে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে শোকপ্রস্তাব পাঠ করেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এদিকে সকাল ৮টা থেকে সারা দেশ থেকে আসা নেতারা গণভবনের সামনে জড়ো হন এবং সাড়ে আট থেকেই এক এক করে নেতারা গণভবনে প্রবেশ শুরু করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS