ভিডিও

জনগণের ম্যান্ডেট না থাকায় বর্তমান সংসদ অবৈধ : জয়নুল আবদীন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০১:৪৪ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, জনগণের ম্যান্ডেট না থাকায় বর্তমান সংসদ অবৈধ। তাই সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীন শিগগির নির্বাচন দিতে হবে।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীন পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, জনগণের ম্যান্ডেট না থাকায় বর্তমান সংসদ অবৈধ।

নির্বাচন ঘিরে বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হয়েছে দাবি করে তিনি বলেন, গত ২৮ অক্টোবরের পর থেকে ২৯ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফারুক বলেন, কারা হেফাজতে এ পর্যন্ত ১৩ নেতার মৃত্যু হয়েছে। এ জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। 

বর্তমান সংসদ আওয়ামী লীগের ‘এ’ এবং ‘বি’ টিমের সম্মিলন অভিযোগ করে বিএনপির চেয়ার পাসনের এ উপদেষ্টা বলেন, বর্তমান সংসদ আওয়ামী লীগের ‘এ’ এবং ‘বি’ টিম। এ ডামি সংসদ বেশিদিন টিকবে না।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS