ভিডিও

দেশে একদিনে ৬৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৮:৩৩ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১০:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

দেশে আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে কোভিড-১৯ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৮ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৬ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS