ভিডিও

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট: মার্চ ১৪, ২০২৪, ১০:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন। আগামী ২৪ মার্চ থেকে শুরু হবে বাড়ি ফেরার অগ্রিম টিকিট বিক্রি। এদিন ৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। শেষ দিনে ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

আজ বুধবার (১৩ মার্চ) বিকেল ৩টায় রেলভবনের সভাকক্ষে ডিজি সরদার সাহাদাত হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এসময় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। এদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। ফিরতি টিকেট বিক্রি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৯ এপ্রিল ১৯ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি হবে।

শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে কিনতে পারবেন। ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঢাকা থেকে বহির্গামী মোট ৩৩ হাজার ৫০০ টিকিট বিক্রি করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS