ভিডিও

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ক্যাপিটাল

প্রকাশিত: মে ১৪, ২০২৪, ০৭:০৫ বিকাল
আপডেট: মে ১৪, ২০২৪, ০৭:০৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল)। সোমবার ‘প্রত‌্যাশা’ নামে চালু হওয়া প্রোডাক্টটি উদ্বোধন করেন জনতা ব‌্যাংকের এমডি এন্ড সিইও এবং জেসিআইএল চেয়ারম‌্যান মো. আব্দুল জব্বার।

জেসিআইএলের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জনতা ব‌্যাংকের ডিএমডি এবং জেসিআইএল ডিরেক্টর মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. নুরুল ইসলাম মজুমদার ও মো. নুরুল আলম, এফসিএমএ এফসিএ (সিএফও) এবং জেসিআইএল এর চিফ এক্সিকিউটিভ শহীদুল হক এফসিএমএ উপস্থিত ছিলেন।

 

জনতা ব‌্যাংক সূত্র জানায়, এ প্রোডাক্টের মাধ‌্যমে জেসিআইএল নিজেই গ্রাহকের হয়ে শেয়ার কেনাবচো করবে। কোম্পানি ও বাজার বিশ্লেষণের আলোকে উপযোগী শেয়ার নির্বাচন করবে জনতা ক্যাপিটাল, যাতে বিনিয়োগে ঝুঁকি কমে আসে, বাড়ে মুনাফার সম্ভাবনা। এছাড়া এই প্রোডাক্টের আওতায় গ্রাহক শেয়ার কেনার জন্য ঋণ–সুবিধা (মার্জিন লোন) নিতে পারবেন। এই ঋণের সুদের হারও হবে তুলনামূলক নমনীয়।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS