ভিডিও

আ.লীগ জিয়াকে ছোট করে, আমরা শেখ মুজিবকে ছোট করি না: মির্জা ফখরুল

প্রকাশিত: জুন ০৪, ২০২৪, ০৯:০৭ রাত
আপডেট: জুন ০৫, ২০২৪, ১২:৩৮ রাত
আমাদেরকে ফলো করুন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ সবসময় ছোট করে, গালিগালাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা শেখ মুজিবুর রহমানকে কখনও ছোট করি না। শেখ মুজিবুর রহমান ছিলেন গণতন্ত্রের অবিসংবাদিত নেতা। কিন্তু তার নেতৃত্বে মাত্র ১১ দিনের পার্লামেন্টের সভায় সেদিন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। একদলীয় শাসনব্যবস্থা বাকশাল তৈরি করা হয়েছিল।’

মঙ্গলবার (৪ জুন) বিকালে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম ফোরাম’ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘জাতিসত্তার রূপকার: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর সেই ব্যবস্থাকে বাতিল করে গণতন্ত্র ব্যবস্থা চালু করেছিলেন। এগুলো বাস্তবতা, এসব বললে আওয়ামী লীগের গা জ্বলে যায়। তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করে এবং তাকে ছোট করে তাকাতে চাই। আমরা শেখ মুজিবুর রহমানকে কখনও ছোট করি না। আমরা অন্য যে জাতীয় নেতারা আছেন তাদেরকে স্মরণ করতে চাই, তাদের কথা বলি। কিন্তু আওয়ামী লীগ তা চায় না। একজন ভদ্র মানুষ (শেখ মুজিবুর রহমান) তাদের কাছে সব।’,

বেনজীর আহমেদ ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, ‘পুলিশ বাহিনীর সাবেক প্রধান, র‌্যাবের সাবেক প্রধানের বিরুদ্ধে প্রতিদিন পত্রিকার পাতায় পাতায় দুর্নীতির খবর বের হচ্ছে। এটা ভাবতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। সারা বাংলাদেশে এমন একটা জায়গা নেই যেখানে সে জায়গা কেনেনি বা দখল করেনি। এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে। আর এই সরকার ওই চোরকে, ডাকাতকে বাঁচাবার জন্যে গোপনে পাচার করে দিয়েছে।’

তিনি বলেন, ‘দুর্নীতির কারণে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে সাবেক সেনাপ্রধানের ওপর। এ সরকার হাজার হাজার বেনজীর-আজিজ তৈরি করেছে, আর গোটা দেশটাকে গিলে খাচ্ছে তারা।’

 

সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ড্যাবের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলমের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS