ভিডিও

তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ২.৮৬ শতাংশ

প্রকাশিত: জুন ০৬, ২০২৪, ১১:১৫ দুপুর
আপডেট: জুন ০৬, ২০২৪, ০২:২১ দুপুর
আমাদেরকে ফলো করুন

চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ৪ হাজার ৩৮৫ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা এর আগের ২০২২-২৩ অর্থবছরের একইসময়ের তুলনায় ২.৮৬ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী,এই সময়ে রপ্তানি হওয়া পোশাকের মধ্যে নিট পণ্য (সোয়েটার, টি-শার্ট) রপ্তানি হয়েছে ২ হাজার ৪৭০ কোটি ডলারের। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৬ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাক (শার্ট, প্যান্ট) রপ্তানি হয়েছে ১ হাজার ৯১৪ কোটি ডলারের যা আগের বছরের থেকে ১.০৯ শতাংশ কম।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে সকল পণ্য থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৪ কোটি ডলার। প্রবৃদ্ধি ২.০১ শতাংশ। তবে গত মে মাসে পোশাক রপ্তানি হয়েছে ৩৩৫ কোটি ডলারের,  যা আগের বছরের থেকে ১৭.১৯ শতাংশ কম।  

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, বাংলাদেশের রপ্তানির প্রধান দুই বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পোশাক কেনা কমিয়ে দিয়েছে, যা মূলত রপ্তানি কমে যাওয়ার প্রধান কারণ।   



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS