ভিডিও

হজ শেষে দেশে ফিরলেন ৪৩ হাজার হাজি

প্রকাশিত: জুলাই ০৩, ২০২৪, ০৫:৩২ বিকাল
আপডেট: জুলাই ০৩, ২০২৪, ০৫:৩২ বিকাল
আমাদেরকে ফলো করুন

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৮৩ জন। তাঁরা ১০৯টি ফ্লাইটে দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪১টি, সৌদি এয়ারলাইন্স ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে।

এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৮ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৪৫ জন পুরুষ ও ১৩ জন নারী। এরমধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় দুজন মারা যান। আজ বুধবার (৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ গত শনিবার (২৯ জুন) সাইয়েদ লিয়াকত আলী নামে এক হজযাত্রী মারা যান।

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব যান ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে যান ৮০ হাজার ৬৯৫ জন।

গত ১৫ জুলাই পবিত্র হজের কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত এই ফ্লাইট চলবে। এর আগে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS