ভিডিও

কোটা বাতিলের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

প্রকাশিত: জুলাই ০৪, ২০২৪, ০৬:০২ বিকাল
আপডেট: জুলাই ০৪, ২০২৪, ০৬:০২ বিকাল
আমাদেরকে ফলো করুন

কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন(বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে জব্বারের মোড়-সংলগ্ন এলাকা অবরোধ করে এ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এসময় রেলপথ দিয়ে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে যোগাযোগ।

বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. ইরান মিয়া বলেন, ‘হাইকোর্ট শুনানি পিছিয়ে সারা দেশের ছাত্রসমাজের রক্তে আগুন লাগিয়ে দিয়েছে। খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি না হলে ছাত্রসমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সংবিধান অনুযায়ী সুযোগের সমতা না দেওয়া হলে ছাত্রসমাজ ছেড়ে কথা বলবে না।’

কৃষি অনুষদের শিক্ষার্থী  মো. হাসিবুল হাসান বলেন, ‘বর্তমান সরকারের অগ্রযাত্রায় বৈষম্য থাকা কখনোই উচিত নয়। এতে করে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী ২০১৮ সালে মেধাবীদের মূল্যায়ন বুঝতে পেরেই জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। আবার সেই কোটা পদ্ধতি পুনর্বহালের রায় তরুণ সমাজের মেধাকে হত্যা করার শামিল।’

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS