ভিডিও

কক্সবাজারে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিয়ে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুলাই ০৫, ২০২৪, ০১:১৮ দুপুর
আপডেট: জুলাই ০৫, ২০২৪, ০১:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের নিয়ে জাতীয় টাস্কফোর্সের ৪৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় রাখাইনে তাদের প্রত্যাবাসন সহায়ক পরিবেশ তৈরি করতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়। 

গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) কক্সবাজারে পররাষ্ট্রসচিব ও জাতীয় টাস্কফোর্সের সভাপতি মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে তা অনুষ্ঠিত হয়। 

এ সভায় জাতীয় টাস্কফোর্সের সদস্য, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন, বিশ্বব্যাংকের প্রতিনিধি, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS