ভিডিও

ঢাবি উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট: জুলাই ১৫, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি। 

সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এ তথ্য জানিয়েছেন। 

ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘মিটিংয়ে বসেছি। কী করা যায় তা নিয়ে আলোচনা চলছে।’ 

উল্লেখ্য, সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। পরে ছাত্রলীগের হামলায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। তাঁরা পলাশী, নীলক্ষেত, জগন্নাথ হল ও শহীদ মিনারসহ ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটে ছড়িয়ে–ছিটিয়ে পড়েন। রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগ।এরপরেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাবির শহীদুল্লাহ্ হলের সামনের রাস্তায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় পর পর ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS